মধ্যরাতেও কেন একসাথে জায়েদ খান এবং নায়িকা স্নিগ্ধা

ঢালিউড ইন্ডাস্ট্রির আলোচিত সমালোচিত নায়ক জাহিদ খান।





তিনি তার নিজস্ব কর্মকাণ্ডে ভক্তদের কাছে সমালোচিত হয়ে থাকেন। সিনেমা নির্মাণের চাইতে আলোচনাও সমালোচনায় দেখা যায় বেশি জায়েদ খান কে।

তবে এবার গত রাতে মধ্যরাত পর্যন্ত নায়িকা স্নিগ্ধার এফডিসিতে ছিলেন বলে জানা গেছে |





একসময়ের এফডিসিতে পরিচালনা করতেন মিশা এবং জায়েদ খান তখন তাদের অধিকাংশ সময় এফডিসিতে দেখা যেত । তবে এবার নায়িকা নিপুনের কাছে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার হারানোর পরে আর তাকে খুব একটা এফডিসিতে দেখা যায় না।

সোনার চর সিনেমায় ডাবিং এর কাজে মধ্যরাত পর্যন্ত এফিসিতে কাটিয়েছেন জায়েদ খান

এই সিনেমার ডাবিং এ জাহিদ খানের সাথে অংশ নেয় নায়িকা স্নিগ্ধা 

জানা গেছে এই ডাবিংশেষ করতে রাত বারোটা পেরিয়ে গেছে

.



‘সোনার চর’ সিনেমা এক্সেল ফিল্মসের ব্যানারে যেটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর সিকদার। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হাসান।

‘সোনার চর’ সিনেমায় জায়েদ খান-স্নিগ্ধা ছাড়া আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

মন্তব্যসমূহ