iPhone ইউজার দের জন্য দুঃসংবাদ

 বড়সড় ধাক্কা দিল Apple! এবার বন্ধ হয়ে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ পরিষেবা, চিন্তায় পড়লেন ব্যবহারকারীরাটেকপ্রেমীদের কাছে Apple-এর ডিভাইসগুলি পছন্দের তালিকায় একদম শীর্ষে থাকে। পাশাপাশি যত দিন এগোচ্ছে ততই বাড়ছে Apple ব্যবহারকারীদের সংখ্যা। তবে, ওই ব্যবহারকারীরাই এবার পেলেন বড় ধাক্কা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Apple ইতিমধ্যেই My Photo Stream পরিষেবা বন্ধ করার ঘোষণা করেছে।মূলত, সংস্থার তরফে এই বিষয়ে অফিশিয়ালি ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ জুলাই, ২০২৩-এর পর My Photo Stream পরিষেবা আর ব্যবহার করা যাবে না। এই প্রসঙ্গে জানিয়ে রাখিযে, এটি ছিল সংস্থার অন্যতম জনপ্রিয় একটি পরিষেবা। যা এখন বন্ধ হতে চলেছে।


৩০ দিনের ব্যাকআপ: এমতাবস্থায়, Apple সমস্ত ব্যবহারকারীকে তাঁদের My Photo Stream সার্ভিসে আপলোড করা ফটোগুলি ব্যাক আপ করার জন্য আবেদন করেছে। উল্লেখ্য যে, My Photo Stream হল সম্পূর্ণ বিনামূল্যের একটি বৈশিষ্ট্য যা ব্যবহারকারীদের iCloud-এ ৩০ দিনের জন্য বিনামূল্যে অ্যাক্সেস প্রদানের সুযোগ দেয়। যাতে তাঁরা তাঁদের ফটো ব্যাক আপ করতে পারেন।অর্থাৎ, এর মানে হল আপনি My Photo Stream পরিষেবার মাধ্যমে আপনার ফটোগুলি iCloud-এ আপলোড করতে পারেন। এর পরে, আপনি iCloud ফিচারের মাধ্যমে আপনার আইফোন, আইপ্যাড, আইপড টাচ, ম্যাক এবং পিসিতে এটি অ্যাক্সেস করতে সক্ষম হন।




২৬ জুলাইয়ের আগে ডেটা স্টোর করুন: ইতিমধ্যেই Apple-এর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ২৬ জুন, ২০২৩ থেকে ব্যবহারকারীরা iCloud-এ ফটো আপলোড করার সুবিধা পাবেন না এবং ২৬ জুলাই, ২০২৩ থেকে এই পরিষেবাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এমতাবস্থায়, ব্যবহারকারীকে অবশ্যই এর আগে তাঁদের ডেটা লোকাল স্টোরে সেভ করতে হবে।


অর্থাৎ,আপাতত ব্যবহারকারীদের কাছে তাঁদের ডেটা সংরক্ষণ করার জন্য প্রায় ২ মাস সময় আছে। এদিকে, আপনি যদি ২৬ জুলাই ২০২৩-এর আগে আপনার ডেটা সংরক্ষণ 


সূত্রঃ Bangla Hunt





#আজকের_পাতা_২১ #ajkerpata21 #ajkerkhobor #tajakhobor #ajkerpotrika #ajkerpatrika #ajker_khobor #ajker_potrika #taja_khobor #today_news #todys_news #আজকেরখবর #তাজাখবর #ভাইরাল_খবর #ভাইরাল_নিউজ

মন্তব্যসমূহ