,,,,,দাড়ি সম্পর্কে ,,,,,,,,,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,,,
দাড়ি নিয়ে মনগড়া বক্তব্য দেয়ার সুযোগ নেই,
দাড়ি রাখা ওয়াজিব।
প্রথমে সবাই নিচের চারটি শব্দ মুখস্ত করে নেন।
وفِّرُوا বাড়াও
وأوفوا পূর্ন কর
وَأَعْفُوا اللِّحى লম্বা কর
وأَرْخُوا اللِّحى ঝুলিয়ে দাও।
এক.
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাড়ি লম্বা করার আদেশ করেছেন।
عن عبدالله بن عمر
عَنِ النبيِّ ﷺ أنَّه أمَرَ بإحْفاءِ الشَّوارِبِ، وإعْفاءِ اللِّحْيَةِ
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোঁচ কাটার ও দাড়ি লম্বা করার আদেশ করেছেন।
মুসলিম-২৫৯
(২৫৯ মাদ্রাসা সিলেবাস অনুসারে)
দুই.
দাড়ি বাড়াও।
خالِفُوا المشْركينَ وفِّرُوا اللِّحى وأحْفُوا الشوارِبَ
মুশরিকদের বিরোধিতা কর। দাড়ি বাড়াও ও মোচ কাট।
বুখারী-৫৮৯২
তিন.
দাড়ি পূর্ন কর,
خالِفُوا المُشْرِكِينَ أحْفُوا الشَّوارِبَ وأَوْفُوا اللِّحى
মুশরিকদের বিরোধিতা কর এবং মোচ কাট ও দাড়ি পূর্ণ কর।
মুসলিম-২৫৯
চার.
দাড়ি লম্বা কর,
انْهَكُوا الشَّوارِبَ وَأَعْفُوا اللِّحى
মোচ উত্তমরূপে কাট এবং দাড়ি লম্বা কর।
বুখারী-৫৮৯৩
পাচ.
দাড়ি ঝুলিয়ে দাও
جُزُّوا الشَّوارِبَ وأَرْخُوا اللِّحى خالِفُوا المَجُوسَ
মোচ কাট ও দাড়ি ঝুলিয়ে দাও, অগ্নিপূজারীদের বিরোধিতা কর।
মুসলিম-২৬০
উপরের হাদীস গুলো থেকে চারটা বিষয় বুঝে আসে।
১.দাড়ি বাড়াও ,
২.দাড়ি পূর্ন কর,
৩.দাড়ি লম্বা কর,
৪.দাড়ি ঝুলিয়ে দাও।
ছয়.
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাড়ি মোবারক লম্বা ছিল:
عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ سَأَلْنَا خَ بابا أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ. قُلْنَا بِأَىِّ شَىْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ.
আবূ মা’মার (রহঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমরা খাব্বাব (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি যুহ্র ও ‘আসরের সালাতে কিরাআত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা প্রশ্ন করলাম, আপনারা কী করে তা বুঝতেন? তিনি বললেন, তাঁর দাড়ির নড়াচড়ায়।
সহিহ বুখারী, হাদিস নং ৭৬০
সাত.
দাড়ি এক মুষ্টির বেশী হলে কাটা যাবে:
وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ
ইবনু ‘উমার (রাঃ) যখন হাজ্জ বা ‘উমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশী থাকত, তা কেটে ফেলতেন।
সহিহ বুখারী, হাদিস নং ৫৮৯২
আপনি ৩ নাম্বারটা পড়তে ভুলে গেছেন,,,,,,,,,,,
#আজকের_পাতা_২১ #ajkerpata21 #ajkerkhobor #tajakhobor #ajkerpotrika #ajkerpatrika #ajker_khobor #ajker_potrika #taja_khobor #today_news #todys_news #আজকেরখবর #তাজাখবর #ভাইরাল_খবর #ভাইরাল_নিউজ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন