ফুলশয্যার খাটে মা-ছেলে, বন্ধ হোক নোংরামি! কার কাছে বলি মনের কথা

 ফুলশয্যার খাটে মায়ের সঙ্গে শুয়ে সদ্য বিবাহিত ছেলে। নববধূ বসে রয়েছেন চেয়ারে। বাংলা ধারাবাহিক কার কাছে কই মনের কথার একটি দৃশ্য ঘিরে তুমুল শোরগোল নেটপাড়ায়।  অনেকেই এই ঘটনা নয়, নোংরামি বলে দাবি করেন।



ফুলশয্যার খাটে মা-ছেলে


বাংলা ধারাবাহিকের গল্প থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে প্রায়শই দর্শকের ও নেটিজেনদের কটাক্ষের মুখে পড়ে ধারাবাহিকের নির্মাতারা।
 তবে এবার আর সমালোচনা নয়, কার্যত রেগে লাল দর্শকেরা। মানালি দে বাসবদত্তা চট্টোপাধ্যায়  ও স্নেহা চট্টোপাধ্যায়ের  নয়া ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ সেই ধারাবাহিকের একটি দৃশ্যে দেখা যায় ধারাবাহিকের অন্যতম মূল চরিত্র শিমূলের ফুলশয্যার খাটে শুয়ে তাঁর স্বামী ও শাশুড়ি। শিমূল অর্থাৎ মানালি বসে আছেন চেয়ারে। সেখান থেকেই শুরু বিতর্ক, 





#আজকের_পাতা_২১ #ajkerpata21 #ajkerkhobor #tajakhobor #ajkerpotrika #ajkerpatrika #ajker_khobor #ajker_potrika #taja_khobor #today_news #todys_news #আজকেরখবর #তাজাখবর #ভাইরাল_খবর #ভাইরাল_নিউজ







মন্তব্যসমূহ