বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেত্রী নায়িকা শাবনুর
যার হাতে রয়েছে সবচাইতে বেশি পুরস্কারএর তোকমা তার সিনেমাগুলো তার নামেই চলত শাবনুর মানেই সিনেমা হিট নায়কের খুব একটা ভূমিকা ছিল না।
মিষ্টি হাসি দিয়ে হাজারও যুবকের মন কেড়ে নেওয়া এই অভিনেত্রী অনেকদিন ধরেই চলচ্চিত্রের বাইরে আছে |
বিদেশে থাকলেও তিনি দেশের চলচ্চিত্র দেখেন এবং চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের খোঁজখবরও নিয়ে থাকেন।
১৩ আগস্ট সিডনির ব্যাঙ্কসটাউনের হোয়েটস সিনেমা হলে প্রহেলিকা সিনেমাটি দেখতে এসেছিলেন শাবনূর। এ সময় হলে ভক্তদের সঙ্গে দেখা করতে এসেছিলেন ‘প্রহেলিকা’র নায়ক মাহফুজ |
এ সময় মাহফুজকে ফুলেল শুভেচ্ছা জানান শাবনূর। মাহফুজের সিনেমা দেখে মুগ্ধতা প্রকাশের সময় তাকে ফেরার অনুরোধ করেন ‘প্রহেলিকা’র নায়ক।
শাবনূর জবাবে বলেন, আমি এই কামব্যাক শব্দ পছন্দ করি না। আমাদের ব্যাক করার কী আছে। ইন্ডাস্ট্রির সঙ্গেই তো আছি আমরা।
পালিয়ে যাইনি কিন্তু। ভালো গল্প বা পছন্দের চরিত্র যদি পাই তাহলে অবশ্যই কাজ করব। বলতে পারেন পছন্দের কাজের অপেক্ষায় আমরা।
তিনি রেকর্ড সংখ্যক ১৩টি মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন থেকে ১০টি পুরস্কার অর্জনসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন